LIVE UPDATES: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, বিজেপি সরকার গড়ার চেষ্টা করছে, জানালেন নারায়ণ রানে

রাজ্য রাজনীতিতে কার্যত কোণঠাসা হয়ে পড়া বিজেপি এই মূহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল কোর গ্রুপের বৈঠক ডাকে তারা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Nov 2019 09:31 PM

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্রে কোন দল সরকার গড়বে এখনও পরিষ্কার নয়। শিবসেনা এনসিপি-কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার চেষ্টা করলেও এখনও সমর্থনের চিঠি জোগাড় করতে পারেনি। তাদের বেশি সময় দিতে নারাজ রাজ্যপাল ভগৎ সিংহ...More

এদিকে বিজেপির সঙ্গে আগামী দিনে ফের বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শিবসেনা। বিজেপির সঙ্গে সরকার গঠনের রাস্তা কি পুরোপুরি বন্ধ হয়ে গেল, প্রশ্ন করা হলে সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, এত তাড়াহুড়োর কী আছে? এর নাম রাজনীতি। ৬ মাসের সময় তো আছে(রাষ্ট্রপতি শাসন)। আমি বিজেপির সঙ্গে যাওয়ার রাস্তা শেষ করে দিইনি। বিজেপি নিজেই তো সেটা করেছে।