কথা দিয়েছিলেন বাড়ি আসবেন, শনিবার ছেলের প্রথম জন্মদিনে শেষকৃত্য কাশ্মীরে নিহত সেনা জওয়ান সন্দীপ যাদবের!
Web Desk, ABP Ananda | 24 Jun 2017 04:12 PM (IST)
প্রতীকী ছবি।
পুনে: চোখের জলে গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে নিহত দুই সেনা জওয়ানের একজন নায়েক সন্দীপ যাদবকে চিরবিদায় জানাল তাঁর পরিবার, গ্রাম। শনিবার পুনে থেকে প্রায় ২৩০ কিমি দূরে, মহারাষ্ট্রের সিল্লোদ তালুকের কেলগাঁওয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল সন্দীপের। অথচ ছবিটা কিন্তু অন্যরকম হওয়ার কথা ছিল। শনিবারই তাঁর ছেলে শিবমের প্রথম জন্মদিন! তিনি বাড়ির সবাইকে কথা দিয়ে গিয়েছিলেন, বাড়িতে আসবেন, ছেলের জন্মদিনটা সবার সঙ্গে মিলে পালন করবেন, অনেক আনন্দ ভাগ করে নেবেন। অবশ্য তিনি এলেন, তবে কফিনবন্দি হয়ে। এক বছরের ছেলে বাদে পরিবারে আছেন সন্দীপের স্ত্রী, তিন বছরের মেয়ে, তাঁর বাবা-মা ও এক ভাই। আনন্দের রোশনাই উধাও, তাঁদের সবার চোখেমুখে শোকের ছায়া। উঠেছে কান্নার রোল। গোটা গ্রাম উপচে পড়েছে সন্দীপের বাড়িতে, তাঁকে শেষবারের মতো দেখতে। ৩৪ বছরের ওই জওয়ান ছিলেন ১৫ মারাঠা লাইট পদাতিক বাহিনীতে। পুঞ্চ সেক্টরে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০০ মিটার ভিতরে ঢুকে পাক স্পেশাল ফোর্সের লোকজন খুন করে তাঁকে, শ্রবন মানে নামে ২৪ বছরের আরেক জওয়ানকে, যিনি কোলাপুরের ছেলে। সাহসী সন্দীপকে চিরবিদায় দিয়ে স্লোগান ওঠে 'সন্দীপ যাদব অমর রহে', 'জব তক সূরজ চাঁদ রহেগা, সন্দীপ তেরা নাম রহেগা'। শেষকৃত্যে উপস্থিত ছিলেন সিল্লোদের কংগ্রেস বিধায়ক আবদুল সাত্তার, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে, জেলা প্রশাসনের অফিসাররা।