মুম্বই: স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করেছেন, তা দেশের সংবিধান পরিপন্থী। এমনই দাবি করে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী।


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের উদ্দেশে মুম্বইয়ের এমআইডিসি পুলিশ স্টেশনে দায়ের করা অভিযোগে রামা বিট্টলরাও কালে নামে ওই আইনজীবী দাবি করেন, মোদী ইন্ডিয়া এবং ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেছেন। আর এই নামটি হল দেশের ধর্মীয় নাম।


ওই আইনজীবীর আরও দাবি, ১২৫ কোটি ভারতীয়র সামনে ভারতকে ‘হিন্দুস্তান’ উল্লেখ করে আখেরে দেশপ্রেমীদের ‘অসম্মান’ করেছেন এবং তাঁদের ভাবাবেগে আঘাত দিয়েছেন মোদী।


তিনি বলেন, সংবিধানে স্থান নেই এমন দায়িত্বজ্ঞানহীন ও ভুল উল্লেখ করে প্রধানমন্ত্রী হয়ে তিনি আখেরে সংবিধানকেই অপমান করেছেন। কারণ, এধরনের উল্লেখ সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।


নিজের অভিযোগে তিনি ফঢ়ণবীশকে অনুরোধ করেছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দরুন তিনি যাতে মোদীর বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’ সহ অন্যান্য ধারায় মামলা করেন।


আইনজীবীর অভিযোগ, প্রধানমন্ত্রীর পদে থেকে মোদীর উচিত দেশের  সংবিধানকে রক্ষা ও সম্মান করা। অথচ, স্বাধীনতা দিবসের বক্তৃতায় করা মন্তব্যের ফলে, তিনি সেই দায়িত্বপালনে ব্যর্থ।


কালে জানান, তিনি এই বিষয়ে ঔরঙ্গাবাদ পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ব্যবস্থাগ্রহণের আর্জি জানাবেন।