সেলিম বারবার বলেছিলেন, তাঁর কাছে গোমাংস নেই। মারধরে বেহুঁশ হয়ে যান তিনি। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এর আগে তথাকথিত গোরক্ষকদের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে যে কোনও কাজ হয়নি, নাগপুরের ঘটনায় তা পরিষ্কার। মারধরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাগপুরের ভারসিঙ্গিতে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে মারধর গোরক্ষকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2017 09:17 AM (IST)
নাগপুর: গোমাংস নিয়ে অশান্তি এখনও অব্যাহত। নাগপুরে স্কুটারের ডিকিতে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা রাস্তায় ফেলে পেটাল। স্কুটার থেকে পাওয়া মাংস পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। নাগপুরের ভারসিঙ্গি গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রহৃতর নাম সেলিম ইসমাইল শাহ। অভিযোগ, পেশায় সব্জি ব্যবসায়ী সেলিম স্কুটারের ডিকিতে গোমাংস নিয়ে যাচ্ছিলেন। ভারসিঙ্গি বাস স্টপের পাশে স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ফেলে, স্কুটার থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।