নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন। জানা গেছে, মুম্বই থেকে মন্ত্রীর মারাঠাওয়াড়ায় নিজের জেলায় নিয়মিত যাতায়াত করতেন। কয়েকদিন আগে তাঁর ভাইরাস সংক্রমণ হয়। তিনি উপসর্গহীন বলেও জানা গেছে। নান্দেদের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিগত কয়েকদিন ধরেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
এর আগে এনসিপি নেতা তথা আবাসনমন্ত্রী জীতেন্দ্র আওহাদেরও করোটা টেস্ট পজিটিভ হয়েছিল। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর ঘনিষ্ঠ সহযোগীর টেস্ট পজিটিভ হওয়ার পর মন্ত্রী সেল্ফ-কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন। মহারাষ্ট্রের প্রথম মন্ত্রী হিসেবে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
দেশে কার্যত করোনাভাইরাসের ভরকেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র। দেশের মধ্যে এ রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ৫০২৩১। মৃত্যু হয়েছে ১৬৩৫ জনের। গত রবিবার একদিনে সবচেয়ে বেশি ৩,০৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮৮৪৫। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন সারা বিশ্বে দশম স্থানে। গত ২৪ ঘন্টাতেই নতুন করে ছয় হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১৫৪। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০২১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, সেরে ওঠার হার বেশিই রয়েছে। এখনও পর্যন্ত ৫৭,৭২০ জন সংক্রমণ-মুক্ত হয়েছেন।
এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 05:11 PM (IST)
এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী অশোক চবন। জানা গেছে, মুম্বই থেকে মন্ত্রীর মারাঠাওয়াড়ায় নিজের জেলায় নিয়মিত যাতায়াত করতেন। কয়েকদিন আগে তাঁর ভাইরাস সংক্রমণ হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -