রায়গঢ়: মহারাষ্ট্রের রায়গঢ়ে সোমবার পাঁচ তলা বাড়ি ভেঙে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন বহুতলে আটকে পড়েন। তাঁদের মধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১৮ জন ধ্বংসস্তুপে আটকে রয়েছেন বলে খবর। চলছে উদ্ধারের কাজ। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এনডিআরএফের চারটি দল ঘটনাস্থলে আসে।
পুলিশ জানিয়েছে, দশ বছরের পুরানো এই বাড়ি। ভেঙে পড়ার সময় প্রায় ৭০ জন আটকে পড়েন। মহাদ তহশিলের কাজলপুরা এলাকায় এই বাড়িতে ৪৫ টি ফ্ল্যাট ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মহাড স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি তটকরে ও একনাথ শিন্ডে গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন। অদিতি তটকরে জানিয়েছেন, কয়েকজন আহতের চিকিত্সা চলছে। কয়েকজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়েও দেওয়া হয়েছে। গুরুতর জখমদের মুম্বইদের নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, এই দুর্ঘটনা তদন্তে বিশেষ দল গঠন করতে চান তাঁরা।
এই দুর্ঘটনায় ধ্বংসস্তুপে আটকদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফকে নির্দেশ দেন। তিনি ট্যুইট করে বলেন, মহারাষ্ট্রের রায়গড়ে বহুতল ভেঙে পড়ার ঘটনা খুবই দুঃখজনক। সবাই যাতে সুরক্ষিত থাকেন, সেই কামনা করছি।
Raigarh Buidling Collapse: মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত ২, এখনও আটক বেশ কয়েকজন, চলছে উদ্ধারের কাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2020 08:30 AM (IST)
Maharashtra Raigarh Buidling Collapse: মহারাষ্ট্রের রায়গঢ়ে সোমবার পাঁচ তলা বাড়ি ভেঙে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন বহুতলে আটকে পড়েন। তাঁদের মধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -