মাত্র ৫ টাকায় গ্রামীণ মহিলাদের স্যানিটারি প্যাড, সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jan 2018 01:41 PM (IST)
মুম্বই: মাত্র ৫ টাকায় গ্রামে গ্রামে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার প্রস্তাব অনুমোদন করল মহারাষ্ট্র সরকার। ভরতুকি দামে স্যানিটারি ন্যাপকিন পাবেন গ্রামের গরিব মহিলারা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের পৌরোহিত্যে হওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়। ঋতুমতী মহিলা, মেয়েদের মধ্যে স্বাস্থ্য পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা ছড়াতেই এমন পদক্ষেপ।
রাজ্যের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী পঙ্কজা মুন্ডে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনটি থেকেই এই উদ্যোগ চালু হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, মহিলা ও মেয়েদের মধ্যে বর্তমানে স্যানিটার প্যাড ব্যবহার প্রায় ১৭ শতাংশ, দাম বেশি বলে তা গিয়েছে যে, ঋতুস্রাবের কারণে বছরে ৫০-৬০ দিন মেয়েরা স্কুলে যায় না। মানে শরীর-স্বাস্থ্যের পাশাপাশি ওদের অনুপস্থিত থাকাও একটা ইস্যু।
মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ভরতুকি দামে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের বন্দোবস্ত করা হবে বলে জানান পঙ্কজা। বলেন, স্যানিটারি ন্যাপকিন দেওয়ার পাশাপাশি ওই গোষ্ঠীর সদস্যরা স্বাস্থ্য সংক্রান্ত পরিচ্ছন্নতা, শিক্ষার ব্যাপারে গ্রামীণ মহিলাদের মধ্যে প্রচার চালাবেন। ফলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -