নবি মুম্বই: আইপিএল নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবীশের ভিন্ন সুর অনুরাগ ঠাকুরের। রাজ্যে ভয়াবহ খরার মধ্যে কেন আইপিএলের জন্য ক্রিকেট পিচের রক্ষণাবেক্ষণে প্রচুর জল ব্যবহার করা হবে, এই প্রশ্ন ওঠায় গতকাল মুখ্যমন্ত্রী বলেন, এবার আইপিএল মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হলে আমাদের কোনও সমস্যা নেই। এঅ বছর পাণীয় জল আইপিএলের জন্য দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। কিন্তু পরদিনই তাঁর দল বিজেপির নেতা তথা বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বললেন, আইপিএল থেকে রাজ্যের লাভ হয় ১০০ কোটি টাকা।  টুর্নামেন্ট বাইরে চলে গেলে রাজ্যেরই লোকসান।

আইপিএলের শেষ সংস্করণের পর বিসিসিআইয়ের এক সমীক্ষা থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি।

অনুরাগ প্রস্তাব দেন, আইপিএল টুর্নামেন্টের আয়োজন করে পাওয়া অর্থ মহারাষ্ট্র সরকার খরা মোকাবিলা করে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণেই কাজে লাগাক। তিনি দাবি করেন, খরা পরিস্থিতি নিয়ে ক্রিকেট বোর্ডও উদ্বিগ্ন। ক্রিকেট পিচ ঠিক রাখতে পাণীয় জল ব্যবহারের পক্ষপাতী নয় তারাও। এও জানান, বোর্ড খরা কবলিত গ্রামগুলিতে দত্তক নেওয়ার কথাও ভাবছে। খরাজনিত ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে কী করা যেতে পারে, সে ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের রিপোর্ট তৈরি করতেও বলা হয়েছে।

প্রসঙ্গত, এবারের আইপিএলের ১৮টি ম্যাচ হওয়ার কথা মহারাষ্ট্রের তিন শহর মুম্বই, পুনে, নাগপুরে।