মুম্বই: প্রায় ১০০ বছর বয়সি বৃদ্ধার শ্লীলতাহানির অভিযোগ। চমকে দেওয়া ঘটনাটি মহারাষ্ট্রের থানের কল্যাণের। ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করায় ১৮ বছরের একটি ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার ভোরের বলে জানিয়েছে তারা।

কল্যাণ তালুক থানার অফিসার ভি আর আনডেল জানিয়েছেন, কল্যাণের গালেগাঁও গ্রামে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ওই বৃদ্ধা। তিনি একাই ছিলেন। আচমকা তাঁর ঘরে ঢুকে তাঁকে বিবস্ত্র করে যৌন নিগ্রহের চেষ্টা করে ছেলেটি। ওই এলাকারই বাসিন্দা সে।

 

শনিবার অক্ষয় বোরাদে নামে ছেলেটিকে গ্রাম থেকেই আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে তাঁর ওপর ফৌজদারি হামলা) ও ৪৫১ (বেআইনিভাবে অন্যের বাড়িতে অনুপ্রবেশ) অনুচ্ছেদে মামলা রুজু করা হয়েছে। এফআইআর দায়ের হয়েছে। এক বয়স্ক মহিলার ওপর যৌন অত্যাচারের চেষ্টার কথা জানাজানি হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।