বিদ্যুতের বিল ৮.৬৪ লক্ষ টাকা! দুশ্চিন্তায় আত্মঘাতী সব্জি বিক্রেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2018 01:25 PM (IST)
ঔরঙ্গাবাদ: গত মার্চ মাসের বিদ্যুতের বিল এসেছিল ৮.৬৪ লক্ষ টাকার! এতটাকার বিল পেয়ে মাথায় হাত পড়েছিল এক সব্জি বিক্রেতার। দুশ্চিন্তার চোটে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। যদিও বিদ্যুৎ বন্টন কর্তৃপক্ষ সাফাই দিয়েছে যে, দশমিক ঠিকঠাক জায়গাতে না পড়াতেই এই বিলে এই ত্রুটি হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে নেহাজি শেলকে (৩৬) নামে এই সব্জি বিক্রেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর আত্মীয়রা জানিয়েছেন, বিপুল পরিমাণ টাকার বিদ্যুতের বিল নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন নেহাজী। বিলের ব্যাপারে সুরাহা চেয়ে বহুবার মহারাষ্ট্রের রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (এমএসইডিসিএল)-র স্থানীয় দফতরে গিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এপ্রিলের শেষ সপ্তাহে বিদ্যুতের ওই বিল পেয়েছিলেন নেহাজী। বিল অনুসারে ৬১,১৭৮ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এ বাবদ তাঁকে দিতে হবে ৮.৬৪ লক্ষ টাকা। এখন নেহাজীর আত্মহত্যার পর বিদ্যুত বন্টন সংস্থার আধিকারিকরা সাফাই দিচ্ছেন যে, বিদ্যুতের ইউনিটের হিসেবে ভুল ছিল। সংখ্যাটি ৬১,১৭৮ ইউনিট নয়, হবে ৬,১১৭.৮ ইউনিট। এরজন্য বিল হওয়ার কথা ২,৮০৩ টাকার মতো। পুন্ডলিকনগর থানার ভরতনগত এলাকায় এই ঘটনা ঘটেছে। নেহাজী একটি স্যুইসাইড নোটও লিখে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তাঁর পরিবারের বিদ্যুতের বিল গড়ে হাজার টাকার মতো। সেই জায়গায় বিপুল পরিমাণ টাকার বিল আসায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। নেহাজীর আত্মহত্যার পর বিদ্যুৎ বন্টন সংস্থার এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। প্রথমে অবশ্য নেহাজীর মৃত্যুর ব্যাপারে তাদের কিছু করার নেই বলে জানিয়েছিল বিদ্যুৎ বন্টন সংস্থা। নেহাজীর সুইসাইড নোট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এক কর্মীকে বরখাস্ত করে সংস্থা। নেহাজীর পরিবার অবশ্য এই ব্যবস্থা খুশি নয়। তাঁদের দাবি, এই ঘটনায় দোষী আধিকারিকদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা নেহাজীর দেহ নেবেন না।