এমআরআইয়ের জন্য মহিলার পোশাক বদলের ছবি মোবাইলে তোলার অভিযোগে গ্রেফতার হাসপাতালের ওয়ার্ড বয়
Web Desk, ABP Ananda | 27 Jan 2019 02:41 PM (IST)
আইভিআরের সাহায্যে সংযোগ রি-ভেরিফাই : আপনি যদি এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএলের গ্রাহক হোন, তাহলে নিজের ফোন থেকে 14546 ডায়াল করতে হবে। এরপর কলে যে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) শোনা যাবে তা অনুসরণ করুন।
পুণে: এমআরআই করতে পোশাক বদলের সময় মোবাইলে রোগিনীর ছবি তোলার অভিযোগে গ্রেফতার নামী হাসপাতালের কর্মী। পুলিশ জানিয়েছ, ধৃত ২৫ বছর বয়সি লাকেশ লাহু উত্তেকর হাসপাতালের ওয়ার্ড বয়। পোশাক বদলের ঘরে রাখা মোবাইল ফোনে নিজের ছবি দেখে চমকে ওঠেন ওই মহিলা। বুঝতে পারেন, কী হয়েছে। জেরা করে ধরা হয় লাকেশকে। কোরেগাও পার্ক থানার এক পুলিশকর্তা বলেন, ওই মহিলা তলপেটে যন্ত্রণার সমস্যা নিয়ে ২৩ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি হন। তাঁকে শনিবার এমআরআই স্ক্যান করতে বলা হয়। ওয়ার্ড বয় তাঁকে সাধারণত পোশাক বদলের নির্ধারিত কক্ষের পরিবর্তে আরেকটি ঘরে গিয়ে পোশাক ছাড়তে বলে। পরে ওই ঘরে একটি মোবাইল পড়ে থাকতে দেখে তিনি তাঁর স্বামীকে বলেন। মোবাইল ঘেঁটে তাঁরা দেখেন, তাতে মহিলার পোশাক ছাড়ার ছবি রয়েছে। তাঁরা থানায় অভিযোগ দায়ের করলে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়ার্ড বয়কে। সে অসংলগ্ন কথা বলতে থাকে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় (একজন মহিলা যেখানে কেউ তাঁকে দেখছে না বলে মনে করে ব্যক্তিগত মূহূর্ত কাটাচ্ছেন, সেখানে তাঁকে দেখা বা সেই ছবি তুলে রাখা) লাকেশকে অভিযুক্ত করেছে পুলিশ।