ঠানে: শুধুমাত্র জলের সমস্যার সমাধানের জন্য কেউ তিন-তিনটি বিয়ে করতে পারে? যাতে দুই স্ত্রী জল বয়ে আনবেন, অন্যজন হেঁশেল সামলাবেন, গৃহস্থালির কাজ করবেন। বিশ্বাস হচ্ছে না? কিন্তু হ্যাঁ, এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের ঠানে জেলার ডেঙ্গানমল গ্রামে। মুম্বই থেকে মাত্র দেড়শ কিমি দূরের এই গ্রামে পানীয় জলের সঙ্কট এতটাই তীব্র যে এক ব্যক্তি সমস্যার সমাধানের জন্য তিন-তিনটি বিয়ে করেছেন। সাকারাম ভগত নামে ওই ব্যক্তির বাড়িতে যখন এবিপি আনন্দের প্রতিনিধি পৌঁছন তখন তিনি বাড়িতে দুই স্ত্রীর সঙ্গেই ছিলেন। তৃতীয় স্ত্রী বাজার থেকে জিনিসপত্র কিনে আনতে গিয়েছিলেন। ৬৬ বছরের সাকারাম জানিয়েছেন,  গ্রামে পানীয় জলের খুবই সমস্যা। গ্রামের মহিলাদের তিন কিলোমিটার দুরের কুয়ো থেকে জল আনতে হয়। সাকারামের স্ত্রী যখন জল আনতে চলে যেতেন তখন বাড়ির কাজ করার কেউ থাকত না। এজন্যই তিনটি বিয়ে করেন সাকারাম। স্বাধীনতার ৭০ বছর পরও সাকারামের দুই স্ত্রীর জল আনতেই সারা দিন কেটে যায়। তৃতীয় জন বাড়ির কাজ সামলান। বয়স হলেও সাকারামের দুই স্ত্রীকে এখনও পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। গ্রামে ঝকঝকে সড়ক ও বিদ্যুত্ও পৌঁছে গিয়েছে। কিন্তু জলের সংকট রয়েই গিয়েছে। গ্রামের লোকজনের বক্তব্য, এখানে জলের জন্য সরকার কোনও ব্যবস্থাই করেনি। সরকারের ওপর নির্ভরতা ছেড়ে গ্রামের লোকজন নিজেরাই একটি কুয়ো তৈরি করেন। কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। কুয়োয় জল ভরতে কয়েক কিলোমিটার দূরের অন্য কুয়ো থেকে সপ্তাহ দুদিন জল আনতে হয়। কিন্তু ওই জল পানের অযোগ্য।