কিন্তু মাহিরাকে বাদ দেওয়ার যে জল্পনা ছড়িয়েছিল সে ব্যাপারে তিনি কেন কোনও মন্তব্য করেননি, এই প্রশ্নের উত্তরে রীতেশ বলেছেন, এ ধরনের খবরে তিনি প্রতিক্রিয়া জানান না। কারণ, প্রতিক্রিয়া জানালে যারা খবর তৈরি করছেন, তাদের উত্সাহ দেওয়া হয়।
আগামী বছরের জানুয়ারিতে শাহরুখ-মাহিরা অভিনীত সিনেমা মুক্তি পাওয়ার কথা। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে মাহিরার।
উল্লেখ্য, উরি হামলার পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) পাক শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। একইসঙ্গে বলিউডে পাক শিল্পীদের কাজ নিষিদ্ধ করারও দাবি জানায় রাজ ঠাকরের দল। তারা ফাওয়াদ খানের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং মাহিরার ‘রইস’ –এর মুক্তি বন্ধ করার হুমকি দেয়।
এই বিতর্কের মাঝেই কিছু দিন আগেই ফাওয়াদ ও মাহিরা সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী হানার নিন্দা করেন।