শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ভাস্কর দাসকে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ব্রেন স্ট্রোক হয় তাঁর। তাঁকে লখনউ বা দিল্লির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। বলেন, মন্দির নগরী ছেড়ে কোথাও যাবেন না।
রাম মন্দিরের অন্যতম প্রধান দাবিদার এই মহান্তর সঙ্গে রাম জন্মভূমি মোকদ্দমার আর এক অতি বৃদ্ধ মামলাকারী হাসিম আনসারির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জুলাইয়ে মারা গিয়েছেন আনসারি।
আজ অযোধ্যার তুলসী ঘাটে ভাস্কর দাসের শেষকৃত্য হওয়ার কথা। ফৈজাবাদের সাংসদ লাল্লু সিংহ, রাজ্য কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি নির্মল খত্রী ও বহু বিজেপি-আরএসএস নেতা তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তাঁর স্মৃতির প্রতি সম্মানে হনুমানগারহি এলাকার সব দোকান আজ বন্ধ রাখা হয়।