বদলাচ্ছে মোদী সরকারের পাক নীতি? হুরিয়ত নেতারা ইসলামাবাদের সঙ্গে কথা বললে সমস্যা নেই, জানাল বিদেশমন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2016 04:03 AM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে ফের একবার হাত বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। ইসলামাবাদকে লিখিতভাবে দিল্লি জানিয়ে দিল, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স নেতারা পাক প্রতিনিধিদের সঙ্গে কথা বললে তাদের আপত্তি নেই। উপ বিদেশমন্ত্রী ভি কে সিংহ সংসদে জানিয়েছেন, যেহেতু পুরো জম্মু কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ওই তথাকথিত কাশ্মীরী নেতারা ভারতীয় নাগরিক হিসেবে বিশ্বের যে কোনও দেশের প্রতিনিধিদের সঙ্গেই কথা বলতে পারেন। খুব স্বাভাবিকভাবে ঘটনাটি দেখবে কেন্দ্রীয় সরকার। তবে ভারত- পাক আলোচনায় কোনও তৃতীয় পক্ষের অংশগ্রহণ কোনওভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর চেষ্টাও দিল্লি পছন্দ করছে না বলে ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাক প্রতিনিধিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতৃত্বের বারবার দেখা করা দিল্লির কাছে খুবই স্পর্শকাতর বিষয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে পাক হাই কমিশনার হুরিয়ত নেতৃত্বের সঙ্গে দেখা করায় বৈঠক বাতিল করতেও দ্বিধা করেনি মোদী সরকার। এবার সেখান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে মৈত্রীর হাত বাড়ানোর এই নয়া সিদ্ধান্ত রাজনৈতিক মহল কী চোখে দেখবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।