জম্মু ও দেহরাদুন: ফের দাবানলের কোপে হিমালয়। একদিকে জম্মুর ত্রিকূট পর্বতে ভয়াবহ আগুন ধরেছে। অন্যদিকে, নতুন করে আগুন লাগার খবর মিলেছে উত্তরাখণ্ডেও।


ত্রিকূট পর্বত সংলগ্ন বনাঞ্চলে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই আগুন লেগেছে। প্রসঙ্গত, এখানেই কাটারার কাছে বৈষ্ণোদেবীর মন্দির। ফলে, আগুন লাগার খবর মিলতেই ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার তা নেভানোর কাজ শুরু করে দেয়।

রিয়াসির এসএসপি সুজিত কুমার বলেন, কাটারা শহর সহ সংলগ্ন বানগঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, এই জায়গাটি বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প হিসেবে পরিচিত। তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বায়ুসেনার সাহায্য চাওয়া হয়। তিনি জানান, আগুন লাগার পর প্রথমে অসামরিক হেলিকপ্টারে করে তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।



পরে, আগুন নেভানোর কাজে বায়ুসেনার চপার ব্যবহার করা হয়। এদিন বায়ুসেনার উধমপুর স্টেশন থেকে দুটি এমআই-১৭ হেলিকপ্টার রিয়াসি বাঁধ থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। জানা গিয়েছে, দাবানলকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে, নতুন করে আগুন লেগেছে উত্তরাখণ্ডের বনাঞ্চলেও। জানা গিয়েছে, রাজ্যের উত্তরকাশী জেলায় আগুনে পুড়ে গিয়েছে ১৮০ হেক্টর বনভূমি। জেলার শতাধিক এলাকায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক।

প্রশাসনিক আধিকারিকদের তিনি অবিলম্বে ওই সব এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে গোটা উত্তরাখণ্ড জুড়ে চলছে তাপপ্রবাহ। পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রির সীমা। ফলে বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।