শ্রীনগর: সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়ে গেল ৫ জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। কাশ্মীরের উরি সেক্টরে এই সংঘর্ষ ঘটেছে।  খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি এস পি ভৈদ।

[embed]https://twitter.com/spvaid/status/952742741531705344[/embed]

[embed]https://twitter.com/spvaid/status/952744144165781504[/embed]

সেনা ব্রিগেডিয়ার ওয়াই এস অহলাওয়াত বলেন, রবিবার ঝিলম নদের এলাকা দিয়ে জয়েশ জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। সতর্ক জওয়ানরা জঙ্গিদের ঘিরে ধরতেই, তারা বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের লড়াই চলে। তাতে ৫ জঙ্গি খতম হয়।

নিহত জঙ্গিদের কাছ থেকে ৪টি একে-৪৭ রাইফেল, ৩টি ইউবিজিএল, ৩৮টি ইউবিজিএল গ্রেনেড, ২৩টি হ্যান্ড গ্রেনেড, ৯টি আইইডি এবং আরও যুদ্ধের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের কাছ থেকে যে পরিমাণে অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে, তাতে পরিষ্কার, তারা আত্মঘাতী হামলার ছক কষেছিল।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সশস্ত্র জয়েশ জঙ্গিরা উরির সেনা শিবিরে হামলা চালায়। নিহত হন ১৮ জওয়ান। এর ঠিক ১০ দিন পর, সার্জিকাল স্ট্রাইক চালিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাডগুলি ধ্বংস করে দেয়।