নয়াদিল্লি: সাড়ে ৫,০০০ কোটির কিছু বেশি। উত্তরপ্রদেশে ভোটপ্রচারের জন্য এই পরিমাণ টাকা খরচ করেছে বড় রাজনৈতিক দলগুলি। এর মধ্যে ১,০০০ কোটি টাকা গিয়েছে শুধু নোটের বদলে ভোট কিনতে। প্রায় এক তৃতীয়াংশ ভোটার স্বীকার করে নিয়েছেন, টাকা অথবা মদের বদলে ভোট দিয়েছেন তাঁরা।
এমনটাই দাবি করেছে সিএমএস ভোট-পূর্ব সমীক্ষা।
নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থীর প্রচারের জন্য ২৫লাখ টাকা সীমারেখা নির্ধারণ করেছিল। কিন্তু আসল টাকা খরচ যে তার থেকে ঢের বেশি, তা ভোটের সঙ্গে সামান্য যুক্ত থাকা ব্যক্তিমাত্রেই জানেন। সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশ নির্বাচনে প্রতিটি ভোট পিছু খরচ হয়েছে ৭৫০ টাকার মত, যা গোটা দেশে সর্বোচ্চ। এবারের ভোটের সময় উত্তরপ্রদেশে উদ্ধার হয় ২০০ কোটি ও পঞ্জাবে ১০০ কোটির কিছু বেশি টাকা। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা যা উদ্ধার করেছেন, তা হিমশৈলের চূড়া ছাড়া কিছু নয়।
এই ট্রেন্ড অনুয়ায়ী এ বছর ১,০০০ কোটি টাকা বিলি হয়েছে ভোটারদের মধ্যে।
সমীক্ষায় আরও বলছে, উত্তরপ্রদেশের যে ভোটারদের মধ্যে সমীক্ষা চলেছে, তাঁদের অন্তত ৫৫ শতাংশ ব্যক্তিগতভাবে এমন কাউকে চেনেন, যিনি এবার বা আগের নির্বাচনে টাকার বদলে ভোট দিয়েছেন।
নোট বাতিলের ফলে ভোটের খরচ বেড়ে গিয়েছে বলেও সমীক্ষায় দাবি করা হয়েছে।
উত্তরপ্রদেশ প্রচারে ৫,৫০০ কোটি টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি, বলছে সমীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2017 03:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -