বিজেপিকে অপরাজেয় করে তুলুন, দলীয় নেতাদের অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2017 07:52 PM (IST)
লখনউ: দলের সব নেতা-কর্মীর একটাই লক্ষ্য হওয়া উচিত, বিজেপিকে অপরাজেয় করে তোলা। ৩ দিনের উত্তর প্রদেশ সফরে দলীয় সভাপতি অমিত শাহ এই মন্তব্য করলেন। রাজ্যে এখন বিজেপির সরকার। সরকারের সঙ্গে সংগঠনের বোঝাপড়া আরও নিখুঁত করার পরামর্শ দিয়েছেন তিনি, এতে সংগঠনেরও শক্তি বাড়বে। তিনি বলেছেন, যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হন, তখন উত্তরপ্রদেশের ছন্নছাড়া অবস্থা ছিল। কিন্তু মাত্র তিন মাসের মধ্যে রাজ্যের ভোল পাল্টে দিয়েছেন তিনি। ভোটের প্রতিশ্রুতি রক্ষা করে কৃষকদের ঋণ মাফ করেছেন, গমও কেনা হয়েছে রেকর্ড হারে। আগামী ৫ বছরে তাদের করা প্রত্যেক প্রতিশ্রুতি রক্ষা করবে রাজ্য সরকার বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায়, দলের কর্মীরাই বিজেপির শক্তি। তাঁদের কঠোর পরিশ্রমেই গোটা দেশে ও উত্তরপ্রদেশের মত রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। এখন দল ও সরকারের মধ্যে উন্নত বোঝাপড়ার মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় নীতির সুফল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পালা। যেভাবে এতদিন আমলাতন্ত্রকে রাজনীতির জন্য বলি দেওয়া হয়েছে, তাঁরও বিরোধিতা করেছেন অমিত। বলেছেন, তাঁদের সরকার এই নিয়ম ভেঙে ফেলবে। তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহ উত্তরপ্রদেশে পা রাখার দিনই দুজন এসপি ও একজন বিএসপি বিধায়ক নিজের নিজের দল ছেড়েছেন।