রামপুর: হয় ৭ নম্বর রেসকোর্স, নয়তো পাগলা গারদ। দুটো বই জায়গা নেই। শুনলে মনে হতে পারে, একটা পাগলা গারদ হলে অন্যটা কাছাকাছি কিছু। কিন্তু না, দ্বিতীয়টা দেশের প্রধানমন্ত্রীর ঠিকানা। এমনই আজব মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের ডান হাত আজম খান। পরিচয়ে যিনি আবার উত্তরপ্রদেশের নগরোন্নয়ন ও সংসদ বিষয়ক মন্ত্রী তা ছাড়া ডাকসাইটে মুসলিম নেতা।
রামপুর থেকে সাইকেল মিছিল বার করছিলেন এসপি কর্মীরা। তখন বক্তৃতা দিতে ওঠেন আজম খান। সেখানেই তিনি বলে বসেন, “কাজ করলে বোঝা যায় কার কত ক্ষমতা। প্রধানমন্ত্রী করে দাও, দু’বছরের ভেতর যদি ভারতকে আমেরিকার থেকে বেশি শক্তিশালী না করে দিই তখন বলতে এস। আমার কথা ভাল লাগছে না? দাও, আমাকে পাগলা গারদে পাঠিয়ে দাও”।
পরস্পরবিরোধী বিতর্কিত মন্তব্য করার জন্য অবশ্য আজম খানের পরিচিতি রয়েছে। এর আগে আরএসএস নেতাদের সমকামী বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। বলেছেন, প্যারিস হামলা নাকি আরব দেশগুলিতে ন্যাটোর জঙ্গিবিরোধী অভিযানের ফল। তবে তাঁর এদিনের মন্তব্য অন্য একটি প্রশ্নও তুলে দিয়েছে। সবাই জানে, প্রধানমন্ত্রী হওয়ার প্রবল ইচ্ছে রাখেন আজমের গডফাদার মুলায়ম। আবার আজমও যদি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খাপোষণ করেন, সমাজবাদী পার্টির হেঁসেলে আগুন লাগবে না তো?
আমাকে প্রধানমন্ত্রী করো না হলে পাগলাগারদে পাঠাও, বক্তা আজম খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 05:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -