চিঙ্কারা হত্যা: সলমনকে জেলে পাঠান, শীর্ষ আদালতে আর্জি রাজস্থানের
Web Desk, ABP Ananda | 19 Oct 2016 05:11 PM (IST)
জয়পুর: হরিণ-হত্যার জন্য বলিউড অভিনেতা সলমন খানকে অবিলম্বে জেল হেফাজতে পাঠানোর সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থান সরকার। ১৯৯৮ সালে বিলুপ্তপ্রায় চিঙ্কারা হত্যা সংক্রান্ত দুটি পৃথক মামলায় গত জুলাই মাসে সলমনকে বেকসুর খালাস করেছিল রাজস্থান হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করে রাজস্থান সরকার। আদালতে তারা জানিয়েছে, ২০০৭ সালে দুটি মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন সলমন। একটি মামলায় এক বছর, অপর মামলায় পাঁচ বছর সাজা হয় অভিনেতার। কিন্তু, যোধপুর জেলে এক-সপ্তাহ কাটানোর পরই জামিন পান তিনি। আর গত মাসে অব্যাহতি। এখন সর্বোচ্চ আদালতে আবেদন করে সরকারের আবেদন, সলমনকে বাকি সাজার জন্য জেলে থাকতে হবে। আদালত ওঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিক। রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, সলমন খানকে বেকসুর খালাস করার সময় হাইকোর্ট তার রায়ে জানিয়েছে যে, হরিণ হত্যার জন্য অভিনেতার লাইসেন্সপ্রাপ্ত বন্দুকই যে ব্যবহার করা হয়েছিল, তার কোনও প্রমাণ মেলেনি। সরকারের দাবি, ওই শিকারের সময় সলমন ও তাঁর সহ শিল্পীরা যে গাড়ি ব্যবহার করেছিলেন, তার চালক হলেন এই মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী। কিন্তু, ওই ব্যক্তি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। সরকারি কৌঁসুলির দাবি, এতে মামলাটি দুর্বল হয়ে পড়ে। কিন্তু, হাইকোর্টের রায়ের কয়েক দিন পরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ওই চালককে খুঁজে বের করে। সরকারি কৌঁসুলি জানান, সংবাদমাধ্যমের সামনে হরিশ দুলাভি নামের ওই চালক স্বীকার করেন, গুলি সলমনই চালিয়েছিলেন। তিনি এ-ও জানান, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল, তাই তিনি আদালতে সাক্ষ্য দেননি। রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, ওই চালকের লিখিত বিবৃতি তাদের কাছে রয়েছে। তা গ্রহণ করার জন্য শীর্ষ আদালতকে অনুরোধও করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ওই বছরই বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হত্যার অভিযোগও ওঠে সলমনের বিরুদ্ধে। সেই মামলা পৃথকভাবে চলছে।