মথুরা: কোনও সরকারি কর্মী বা আধিকারিক ঘুষ চাইলে তার ভিডিও করুন। রাজ্যবাসীকে এই আহ্বান করল যোগী আদিত্যানাথের সরকার।


উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। দল যে তা পালনে বদ্ধপরিকর এদিন যোগী-মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শ্রীকান্ত শর্মার কথায়।


এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে গোটা দেশের উন্নয়নে প্রশাসন চালাচ্ছে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেই একই ভাবধারায় রাজ্যের শাসন করছেন আদিত্যনাথ। ঘুষ দেওয়ার বিরুদ্ধে জনগণকে আহ্বান জানান শ্রীকান্ত। বলেন, কোনও (সরকারি আধিকারিক) কাজের জন্য ঘুষ চাইলে ভিডিও করুন।


উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার সম্প্রতি একমাস পূর্ণ করেছে। এপ্রসঙ্গে, শ্রীকান্ত বলেন, দুর্নীতি রুখতে এবং রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী এক ‘সন্ন্যাসীকে’ মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। বলেন, এখন তো শুধু ট্রেলার দেখানো হচ্ছে...গোটা ছবিতো এখনও আসেনি।