নয়াদিল্লি: চেক বাউন্স করার অভিযোগে বহুচর্চিত বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’-এর প্রস্তুতকারীর বিরুদ্ধে সমন জারি করল আদালত।


খবরে প্রকাশ, আরিয়ান ইনফ্রাটেক নামে একটি বেসরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে ‘ফ্রিডম ২৫১’-এর প্রস্তুতকারী সংস্থা রিঙ্গিং বেলস, তার এমডি মোহিত গয়াল সহ সংস্থার অন্য শীর্ষ কর্তাদের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির একটি আদালত।


সমন জারি করার সময়ে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সর্বরিয়া জানান, ২ কোটি টাকার চেক বাউন্স হওয়ার পর তারা সেই টাকা দিতে ব্যর্থ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে। তাই তাদের এনআই আইনের ১৩৮ ধারা অনুযায়ী সমন পাঠানো হচ্ছে।