উদ্ভাবনের সহায়ক সিস্টেম গড়ার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 17 Jan 2018 07:39 PM (IST)
আমদাবাদ: উদ্ভাবনী শক্তি-চালিত নতুন ভারত গড়ে তোলার জন্য উদ্ভাবনের সহায়ক সিস্টেম গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ গুজরাতের আমদাবাদের কাছে দেও ধোলেরা গ্রামে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এনট্রেপ্রেনারশিপ অ্যান্ড টেকনলজি (আইক্রিয়েট) দেশবাসীকে উৎসর্গ করেছেন। এই কেন্দ্রটি তহবিল, জায়গা, প্রয়োজনীয় পরামর্শ এবং অন্যান্য যাবতীয় সহায়তা দেবে ব্যবসায়ীদের। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ মডেলে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রটি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি গত বছর যখন ইজরায়েলে গিয়েছিলাম, তখনই ঠিক করেছিলাম, এই কেন্দ্রটির সঙ্গে ইজরায়েলের আরও ভাল সম্পর্ক থাকা উচিত। আমরা সারা দেশের গোটা সিস্টেমটাই উদ্ভাবনের সহায়ক হিসেবে গড়ে তুলতে চাইছি। নতুন চিন্তা যাতে একনিষ্ঠ হয় এবং উদ্ভাবনের মাধ্যমে নতুন ভারত গড়ে তোলা যায়, সেটারই চেষ্টা করছি আমরা।’ নেতানিয়াহু বলেছেন, ‘এখানে এসে আমার খুব ভাল লাগছে। সারা বিশ্ব আইপ্যাড, আইপডের কথা জানে। আরও একটা আইয়ের কথা সারা বিশ্বকে জানতে হবে। সেই আই হল আইক্রিয়েট।’ ইজরায়েলের প্রধানমন্ত্রী ‘জয় হিন্দ’, ‘জয় ভারত’, ‘জয় ইজরায়েল’ বলে বক্তব্য শেষ করেছেন। আজই মোদীকে জল পরিশোধনের উপযোগী বিশেষ জিপ উপহার দিয়েছেন নেতানিয়াহু। আমদাবাদ জেলার বাওলা শহরের কাছে এক অনুষ্ঠানে বনসকন্ঠার সুইগাম গ্রামের মানুষকে এই বিশেষ উৎসর্গ করেছেন মোদী। তিনি বলেছেন, ‘আমি যখন গত বছর ইজরায়েল সফরে গিয়েছেন, তখন একটি গাড়ি দেখানো হয়েছিল, যেটার মাধ্যমে নোংরা জল পরিষ্কার করা যায়। ইজরায়েলর প্রধানমন্ত্রী আমাকে সেই গাড়িতে চড়িয়ে ঘুরিয়েছিলেন। তিনি এখানে উপহার হিসেবে সেই গাড়ি নিয়ে এসেছেন। গাড়িটি সীমান্তবর্তী গ্রাম সুইগামে রাখা হবে। এর ফলে বিএসএফ জওয়ান ও গ্রামবাসীদের বিশুদ্ধ জল দেওয়া সম্ভব হবে।’