আজ মাদুরাইয়ের এই জনসভায় সাদা শার্ট ও কালো ট্রাউজার্স পরে হাজির হন কমল। তিনি মঞ্চে উঠেই মানুষের উদ্দেশে হাত নাড়েন। তামিল প্রবাদবাক্য ‘ওরু সোরু’ যার অর্থ বড় কিছুর ছোট্ট উদাহরণ, সেটা উল্লেখ করে তিনি বলেন, এটা জনগণের শাসন প্রতিষ্ঠার প্রথম ধাপ। বহু মানুষ এই জনসভায় হাজির ছিলেন। তাঁরা কমল অভিনীত বিখ্যাত ছবিগুলির কথা উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। দলের নাম ঘোষণার পর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। রাজনৈতিক যাত্রা শুরু কমল হাসানের, দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’
Web Desk, ABP Ananda | 21 Feb 2018 08:39 PM (IST)
মাদুরাই: পূর্বঘোষণা অনুযায়ী আজ মাদুরাইয়ে এক জনসভা থেকে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন অভিনেতা কমল হাসান। তাঁর দলের নাম ‘মক্কাল নিধি মায়াম।’ এই দলের পতাকাও প্রকাশ করা হয়েছে। কমল জনগণের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের নেতা নই, যন্ত্র মাত্র। এখানে যাঁরা আছেন তাঁরা সবাই নেতা।’ কমলের দলের পতাকার রং লাল-সাদা-কালো। সাদার উপর ৬টি হাত রয়েছে। তার মধ্যে তিনটি হাতের রং লাল। কালো রঙের একটি তারাও আছে পতাকায়। তামিলনাড়ুর প্রথমসারির দু’টি রাজনৈতিক দল এআইএডিএমকে ও ডিএমকে-র পতাকায় সাদা ও কালো রং আছে। তামিলনাড়ুর রাজনীতিতে এই দু’টি রঙের বিশেষ তাৎপর্য আছে।