ত্রিশূর: সবরীমালায় মহিলাদের প্রবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার জন্য শুক্রবার বাড়ির সামনেই আক্রান্ত হতে হল জাতীয় পুরস্কার বিজয়ী মালায়ালী চলচ্চিত্র পরিচালক প্রিয়নন্দনন। তাঁর ওপর গোবর ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার নেপথ্যে বিজেপি-আরএসএস সমর্থকরা ছিল বলে অভিযোগ। যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
প্রিয়নন্দনন জানান, এদিন সকাল ৯টা নাগাদ ত্রিশূর জেলার চেরপু অঞ্চলে নিজের বাড়ি থেকে যখন বেরোচ্ছিলেন, তখনই এক ব্যক্তি ছুটে এসে তাঁর মুখে ও মাথায় মারে। এরপর তাঁর ওপর গোবর-জল ঢেলে দেয়। এইভাবে হামলা চালিয়ে তাঁকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন পরিচালক। তাঁর অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি ও আরএসএস। প্রিয়নন্দননের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। আটক করে এক আরএসএস কর্মীকে। ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এক বিবৃতিতে তিনি বলেন, কয়েকদিন আগে সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন তাঁকে হুমকি দিয়েছিল। এই হামলা পরিচালকের মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ।