নয়াদিল্লি: ভারত সফরে এসে এক অনুষ্ঠানে ভুল মানচিত্র দেখানোর জন্য ক্ষমা চাইলেন মালয়েশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী দাতো শ্রী মুস্তাফা মহম্মদ।

 

বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে ভারত-মালয়েশিয়া অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার বিষয়ে ভাষণ দিচ্ছিলেন মহম্মদ। সেখানেই তিনি যে মানচিত্র দেখান, তাতে কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে।

 

এই ভুলের জন্যই পরে ক্ষমা চেয়ে নেন মহম্মদ। তিনি বলেন, অনেকবার ভারতে আসার পরেও এই ভুল করার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

 

বাণিজ্য জগতের ৪০ জন সদস্যের একটি দল নিয়ে ভারতে এসেছেন মালয়েশিয়ার মন্ত্রী। তিনি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও দেখা করেছেন।