তার মধ্যেই এদিন সকালে ঘোষিত অপরাধী তকমা পাওয়া মাল্য মধ্য লন্ডনের এক থানায় গেলে গ্রেফতার করা হয় তাঁকে। সে খবরে শোরগোল ছড়ায়। কিন্তু বিলাসী জীবনযাপনে অভ্যস্ত মাল্য এর আগে যেমন তাঁর নামে পরোয়ানা বেরলেও কার্যত কোনও তোয়াক্কাই করেননি, তেমনই আজও বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি তাঁকে। সাহারা ফোর্স ইন্ডিয়া ফর্মূলা ওয়ানের সহ মালিক ৬১ বছর বয়সি লিকার ব্যারন বাহরিনে টিমের অনুশীলন নিয়ে একগুচ্ছ রিট্যুইটের মধ্যে শুধু একটি ট্যুইটে গ্রেফতারির প্রসঙ্গ ছুঁয়ে যান মাত্র। লেখেন, ভারতীয় মিডিয়ার হইচই, সাধারণত যেমনটা করে থাকে আর কী। প্রত্যাশামতো কোর্টে প্রত্যর্পণ শুনানি শুরু হয়েছে আজ।