সাংসদ পদ ছাড়লেন মাল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2016 03:22 PM (IST)
নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজয় মাল্য। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে পদত্যাগপত্র দিয়েছেন ঋণখেলাপে অভিযুক্ত হয়ে দেশত্যাগ করা লিকার ব্যারন মাল্য। তিনি লিখেছেন, নিজের নাম ও সম্মানে আর কাদা লাগাতে চান না বলেই পদত্যাগ করছেন। তিনি সুবিচার পাবেন না বুঝতে পেরে গিয়েছেন বলেও দাবি করেছেন মাল্য। মঙ্গলবার রাজ্যসভার এথিক্স কমিটি মাল্যকে বরখাস্ত করবে বলে ঠিক ছিল। এথিক্স কমিটির চেয়ারম্যান কর্ণ সিংহ এ কথা জানিয়ে মাল্যকে চিঠি দিয়েছিলেন। তারপরেই পদত্যাগ করলেন মাল্য।