ইস্যু ছাড়াই আন্দোলন, গুণ্ডামি চলছে, মোদীর সঙ্গে বৈঠকের পর মমতা
Web Desk, ABP Ananda | 25 May 2017 04:48 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সিপিএম ও বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আন্দোলনের নামে হিংসা ছড়ানোর চেষ্টা করছে রাজ্যের এই দুই বিরোধী দল। তাদের মধ্যে দু নম্বর ও তিন নম্বর হওয়ার লড়াই চলছে বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আজ মোদীর সঙ্গে বৈঠকের পর মমতা বলেছেন, ‘সিপিএম-বিজেপি গোলমাল পাকাচ্ছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সরকারি সম্পত্তি নষ্ট, আগুন লাগানো হয়েছে। পুলিশকে ধরে মারা হয়েছে। মহিলারাও বাদ যাননি। রাজ্যে দু নম্বর ও তিন নম্বর হওয়ার প্রতিযোগিতা চলছে। ইস্যু ছাড়াই আন্দোলন, গুণ্ডামি চলছে।’ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের প্রায় আট হাজার কোটি টাকা বকেয়া। প্রতি মাসে প্রচুর টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। কী করে রাজ্যের উন্নয়ন হবে? রাজ্যে অনেক উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। ঋণ মকুবের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। গঙ্গা ভাঙন রোধে টাকা দেওয়ার কথা কেন্দ্রের। সেই টাকা এখনও দেয়নি কেন্দ্র। প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনও বিহার, কখনও পশ্চিমবঙ্গে বন্যা হচ্ছে। আত্রেয়ী নদীতে বাঁদ দেওয়া, ফরাক্কা নিয়েও কথা হয়েছে। আত্রেয়ী নদী নিয়ে কেন্দ্রকে আগেও চিঠি দিয়েছি। আমের ওপর রফতানি শুল্ক বাড়ানো হয়েছে।’ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ঐকমত্য হলে ভাল হয়।