আগরতলা: ত্রিপুরায় দাঁড়িয়ে চিটফান্ড নিয়ে বামেদের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম সরকারের বিরুদ্ধে তুললেন চিটফান্ডকে মদত দেওয়ার অভিযোগ।
তাঁর দলের বিরুদ্ধে চিটফান্ডকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সিপিএম! মঙ্গলবার সিপিএম শাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে পাল্টা এভাবেই সেই অস্ত্রে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সিপিএম পরিচালিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধে চিটফান্ডকে মদত দেওয়ার অভিযোগ করলেন তিনি। বললেন, এখানকার সরকার চিটফান্ডের সবচেয়ে বড় বন্ধু। তিনি যোগ করেন, (রাজ্য সরকার) ১৪২টা চিটফান্ড তৈরি করেছে। কোনও ব্যবস্থা নেয়নি, কারণ বন্ধুত্ব রাখতে হবে।
তৃণমূলের দাবি, ত্রিপুরায় চিটফান্ডগুলি গরীব মানুষের ১৫৮ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ৪৯৬ টাকা লুঠ করেছে। এই পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের প্রশ্ন, এরপরও সিপিএম কোন অধিকারে বাংলায় চিটফান্ড নিয়ে গলাবাজি করে? এই প্রেক্ষাপটেই ২০০৮ সালে ত্রিপুরায় রোজভ্যালির পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিত থাকার প্রসঙ্গ টানছে তৃণমূল।
তৃণমূলের প্রশ্ন, মদন মিত্র যদি সারদার অনুষ্ঠানে গিয়ে তার প্রশংসা করে অপরাধ করে থাকেন, তাহলে মানিক সরকার কী করেছেন? যদিও, অনুষ্ঠানের ছবি সামনে আসার পর মানিক সরকার বলেছিলেন, যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটা ২০০৮ সালের ঘটনা। সেই সময় আমি জানতাম না, এই সংস্থা মানুষকে প্রতারণা করে টাকা তোলে। জানলে আমি যেতাম না।
তবে, শুধু মানিক সরকারই নন, তাঁর মন্ত্রিসভার সদস্য, বিজিতা নাথের নামও রোজভ্যালির সঙ্গে উঠেছিল। ত্রিপুরার সংবাদপত্র ‘মেট্রো বার্তা’র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রী বিজিতা নাথ রোজভ্যালির সঙ্গে তাঁর যোগের কথা স্বীকার করেছেন। অন্য একটি সংবাদপত্র, ‘ত্রিপুরা ইনফোওয়ে’র প্রতিবেদনেও দাবি করা হয়েছিল, মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য বিজিতা নাথ রোজভ্যালির এজেন্ট ছিলেন। যদিও, সে সময় বিজিতা নাথের বক্তব্য ছিল, কারও যদি কোনও অভিযোগ থাকে, তথ্য-প্রমাণ দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করুক।
কিন্তু, তৃণমূল কোনও ব্যাখ্যাতেই সন্তুষ্ট নয়! তাই এদিন আগরতলায় দাঁড়িয়ে সরাসরি মানিক সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ঐক্য-মাণিক্য---ছিমছাম থাকলেই হবে, ছিমছাম হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন, ত্রিপুরায় সিপিএমের ইউএসপি হল মানিক সরকার! তাঁর আপাত স্বচ্ছ ভাবমূর্তি! সাদামাটা জীবন যাপন! আর সেখানেই ধাক্কা দেওয়ার কৌশল তৃণমূল নিচ্ছে। যেক্ষেত্রে তারা হাতিয়ার করছে চিটফান্ডকে।