নয়াদিল্লি: ‘মন কি বাত’ নয়, আসলে ‘মোদী কি বাত’! ফের প্রধানমন্ত্রীকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী সরকারি প্রশাসন যন্ত্রের অপব্যবহার করেছেন বলেও অভিযোগ তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।







রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণে ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে জোর সওয়াল করে মোদী ক্যাশলেস অর্থাত্ নগদ টাকা বাদ দিয়ে লেনদেনের কথা বলেছেন, বেশি করে মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘বেনামি’ লেনদেন মোকাবিলায় কঠোর আইন বলবত্ রয়েছে, সুতরাং যাঁরা গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজেদের বেআইনি কালো টাকা জমা দিচ্ছেন, তাঁরা যেন গরিব, অসহায় মানুষগুলিকে বিপদে না ফেলেন।


তারপরই মমতা এক বিবৃতিতে বলেন, মোদীজী, ভারতের অর্থনীতি, সমৃদ্ধি ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনার বা যে খাপছাড়া ভুল প্রযুক্তির হয়ে আপনি ওকালতি করছেন আপনি, তাকে  ভরসা করি না আমরা।  আমরা প্রযুক্তি ও প্রগতি চাই। কিন্তু নোট বাতিলের সিদ্ধান্ত রূপায়ণের সময় সমাজের কোনও অংশকে উপেক্ষা বা তাদের যন্ত্রণা দেওয়া চলবে না।


‘মন কি বাত’ এখন ‘মোদী কি বাত’ হয়ে উঠেছে বলে অভিমত জানিয়ে মমতা বলেন, সরকারি প্রশাসনযন্ত্রকে কাজে  লাগাচ্ছেন প্রধানমন্ত্রী। লাখ লাখ মানুষের যন্ত্রণা, সমস্যার সমাধান সূত্র না খুঁজে নিজের প্রচার করছেন, ঢাক পেটাচ্ছেন নিজের হয়ে, ব্যক্তিগত স্পৃহা চরিতার্থ করছেন। কিন্তু এ দেশের মহিলারা আপনাকে সমুচিত জবাব দেবেন। তারাই ভারত মাতা। মাননীয় আজকের প্রধানমন্ত্রী, সবার মা ওঁরাই।