লক্ষ্য তৃতীয় ফ্রন্ট, কেসিআর-এর পাশে মমতা
Web Desk, ABP Ananda | 04 Mar 2018 09:22 PM (IST)
হায়দরাবাদ: জাতীয় রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ আনার লক্ষ্যে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের প্রস্তাবের সঙ্গে একমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। জানা গিয়েছে, আজ মমতা ও কেসিআর-এর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত। আপনার সঙ্গে কাজ করতে চাই।’ গতকাল এক সাংবাদিক বৈঠকে কেসিআর বলেন, ‘জাতীয় স্তরের রাজনীতিতে গুণগত পরিবর্তনের দরকার। দেশের মানুষ বিরক্ত। স্বাধীনতার ৭০ বছর পরেও মানুষ কোনও গুণগত পরিবর্তন দেখতে পাননি। তিন দশকেরও কম সময়ে উন্নতি করেছে চিন। এত বছরে কংগ্রেস ও বিজেপি কী করেছে? মানুষ পরিবর্তন চাইছেন। বিজেপি-র পরে কংগ্রেস ক্ষমতায় এলে আমরা কি নতুন কিছু আশা করতে পারি? তৃতীয় বা অন্য কোনও ফ্রন্ট চাই। আমরা কি দেশের অংশ না? এ বিষয়ে আলোচনা চলছে। গোপন কিছু নেই।’ মমতা ছাড়াও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন ও মহারাষ্ট্রের দুই সাংসদ তৃতীয় ফ্রন্টের বিষয়ে কেসিআর-এর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। এছাড়া এআইএমআইএস প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ও অভিনেতা তথা জনসেনার প্রতিষ্ঠাতা পবন কল্যাণও কেসিআর-এর পাশে থাকার কথা জানিয়েছেন।