নয়াদিল্লি: পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সাম্প্রতিককালে কখনও বিজেপি, কখনও কেন্দ্রের বিরুদ্ধে মোর্চাকে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন তিনি।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রশ্ন করা হয় পাহাড়ে কি বিজেপি মোর্চাকে সমর্থন দিচ্ছে? উত্তরে তিনি বলেন, লোকাল স্তরে দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয়স্তরে কেউ মদত দিচ্ছে না।


রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সোমবার হঠাৎই সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী


প্রধানমন্ত্রীকে বলেন, দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। প্রধানমন্ত্রী, তখন তাঁকে বলেন, আমি তো গুজরাত যাচ্ছি। ওখানে বন্যা হয়েছে। আপনি রাজনাথ সিংহের সঙ্গে দেখা করুন।



তখন মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, আমি শুনেছি গুজরাতের বন্যার কথা। আমার সমবেদনা ওখানে মৃতদের পরিবারের প্রতি রইল। আমার রাজ্যে প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে গিয়েছে, তাই নিয়েও আমার একটু কথা ছিল। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আপনি পাহাড়ের পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়েও রাজনাথ সিংহের সঙ্গে কথা বলুন।


সেইমতো সন্ধেয় রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, রাজনাথ সিংহজি খুব ভাল লোক। দু’টো দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সরকারকে তো একযোগে কাজ করতে হবে।


পাহাড়ের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে সম্প্রতি বিদেশি শক্তির উস্কানির দিকেও প্রচ্ছন্ন ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও ওঠে সেই প্রসঙ্গ। মমতা জানান, বিদেশি শক্তি নিয়ে তিনি রাজনাথ সিংহকে সব জানিয়েছেন।


লাগাতার বৃষ্টিতে রাজ্যের নানা জেলায় জল জমলেও, এখনই কেন্দ্রের প্রতিনিধি দলের রাজ্যে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, যেখানে বেশি বন্যা হয়েছে সেখানে আগে মদত দিতে হবে। রাজ্যে এখনও বন্যা হয়নি, তাই এখনই কেন্দ্রীয় দলের দাবি জানাচ্ছি না।

মোর্চা চাইছে গোর্খাল্যান্ড। মুখ্যমন্ত্রী অখণ্ড বাংলার পক্ষে। এরইমধ্যে এখনও জ্বলছে পাহাড়। এই পরিস্থিতিতে রাজনাথ-মমতা বৈঠকের পর কি কেন্দ্র কোনও হস্তক্ষেপ করতে পারে? সেদিকেই নজর সবার।