নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালির পাশে দাঁড়িয়ে পদ্মাবতী বিতর্ককে দুর্ভাগ্যজনকই শুধু নয়, একটি রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার ধ্বংস করে দেওয়ার সুচিন্তিত প্ল্যান বলে অভিমত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও তাঁর নিশানায় রয়েছে বিজেপি। এটা তাঁর মন্তব্য থেকেই পরিষ্কার। পদ্মাবতী-র মুক্তি পাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ছবির পরিচালকের মাথার দাম ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলেও মন্তব্য করেছেন। বলেছেন, এককাট্টা হয়ে এক সুরে এর প্রতিবাদ করতে হবে সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে।







তবে মমতার এই ট্যুইট নিন্দার জবাব আসতেও দেরি হয়নি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, মমতা এটাকে সুপার ইমার্জেন্সি বলেছেন, এটাই তো প্রহসন। দেশে ওঁর চেয়ে বড় 'তানাশাহ' আর কেউ নয়। বাংলায় স্বৈরতন্ত্র চলছে। নিজের রাজ্যে দুর্গাপূজা, সরস্বতী পূজা করতে পর্যন্ত দেন না উনি! গিরিরাজ এও বলেন, আমরা ছবিটা দেখিনি, সেন্সর বোর্ডও ছাড়পত্র দেয়নি। সাহসীদের তেজ, বীরত্বকে খাটো করে, এমন কোনও কিছুই মেনে নেওয়া যায় না।
এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হরিয়ানার বিজেপি নেতার দীপিকা ও বনশালীর মাথার ১০ কোটি টাকা দাম ঘোষণার নিন্দা করে ট্যুইট করেছেন, বিজেপির অসহিষ্ণুতা, ঘৃণার সংস্কৃতির নিন্দা করছি। কর্নাটক দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়াচ্ছে। আমাদের রাজ্যের মেয়ে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী উনি। যারা ওঁকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হরিয়ানা সরকারকে আবেদন করছি।