কলকাতা: তথ্যের কারচুপি করছেন মুখ্যমন্ত্রী! রাজ্যের মানুষের কাছে করোনা পরিস্থিতি নিয়ে আসল ছবিটা তুলে ধরা হচ্ছে না। মমতা বন্দ্যোপায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।


বাবুলের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন তা লজ্জার। তিনি কেন্দ্রের কাছ থেকে সমস্ত রকম সাহায্য চাইছেন। পিপিই কিট চাইছেন। অর্থ সাহায্যের জন্য কেন্দ্রকে বলছেন। একই সঙ্গে আবার কেন্দ্র সরকারের নামে মিথ্যাও বলছেন।” আজ রাজ্য বিজেপি তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও সংগঠিত করেছে।  জীবন নিয়ে রাজনীতি, মহামারীতে প্রচার সর্বস্ব কাজ ও রেশন দুর্নীতির অভিযোগে যে যার নিজের বাড়ি থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতারা।


এই প্রসঙ্গেই বিজেপি সাংসদের আরও বলেন, “যেখানে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে করোনার বিরুদ্ধে লড়ছেন, সেখানে পশ্চিমবঙ্গে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে।” কেন্দ্রের তরফে যে পর্যবেক্ষক দল রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে তাঁদের সঙ্গে রাজ্য অসহযোগিতা করছে বলেও অভিযোগ বাবুলের। এদিকে কেন্দ্র পর্যবেক্ষক দলকে লাগাতার আক্রমণ করছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল সাংসদরাও।





‘কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে’, রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ানের এই বক্তব্যের তীব্র নিন্দাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কোনও সাংসদ এমন মন্তব্য করতে পারেন না, প্রতিক্রিয়া বাবুলের। এমনকি রাজ্যসভার তৃণমূল সাংসদকে বিঁধে তিনি বলেন, এই কারণেই ডেরেককে ‘নো ব্রেন’ বলা হয়।