পটনা ও কলকাতা: শনিবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে। সেখানে হাজির হতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও বোন প্রিয়ঙ্কা ভঢরা। যাদব পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।
দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভোলা যাদব বলেন, বিয়েতে উপস্থিত থাকার কথা দিয়েছেন রাহুল এবং প্রিয়ঙ্কা। আমন্ত্রণ গিয়েছে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর কাছেও। তবে তিনি হাজির হবেন কি না জানা নেই।
একইসঙ্গে, দেশের বিভিন্ন প্রান্তে বিশিষ্ট রাজনীতিবিদদের কাছে পৌঁছেছে আমন্ত্রণ-পত্র। তাঁর আশা, আরও অনেকই শনিবার উপস্থিত হবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপস্থিত থাকবেন কি না এই প্রশ্নের উত্তরে ভোলা যাদবের সরস জবাব, ভাইপোর বিয়েতে কী করে না এসে থাকতে পারেন কাকা!
গতকালই, লালুপ্রসাদের জ্যেষ্ঠ কন্যা মিসা ভারতী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমন্ত্রণ গিয়েছে। তিনি যোগ করেন, যদি তাঁরা তাঁদের ব্যস্ত সূচি থেকে সময় বের করে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসেন, তাহলে ভাল লাগবে।
এদিকে, পঞ্চায়েত ভোট শিয়রে থাকায় ইচ্ছা সত্ত্বেও তেজপ্রতাপের বিয়েতে সম্ভবত সশরীরে হাজির হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিনই ছেলের বিয়ে উপলক্ষ্যে লালুপ্রসাদকে অভিনন্দন-বার্তা পাঠান তিনি। মমতা লেখেন, ছেলের বিয়ের উপলক্ষ্যে আপনাকে অনেক অভিনন্দন। একইসঙ্গে, আপনি জামিন পাওয়ায় ভীষণই খুশি। আপনার পরিবারকে শুভেচ্ছা।
https://twitter.com/MamataOfficial/status/994866187925426182