কলকাতা: ভারতের ঐতিহ্যে তাজমহলের জায়গা নিয়ে প্রশ্ন তোলায় বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতে, সেই দিন দূরে নেই, যেদিন গেরুয়া শিবির ইতিহাস বদলাতে গিয়ে দেশের নামটাই পাল্টে দেবে।


প্রসঙ্গত, গতকাল ভারতের ঐতিহ্যে তাজমহলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কের সৃষ্টি করেন সারধানার বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তিনি বলেন, দেশের ইতিহাস নতুন করে লেখা হবে। সেখানে মোঘল সম্রাটদের নাম মুছে ফেলা হবে। এখানেই থেমে না থেকে সোম বলেন, তাজমহল এমন এক সম্রাট তৈরি করিয়েছিলেন, যিনি নিজের বাবাকেই বন্দি করে রেখেছিলেন এবং হিন্দুদের টার্গেট করেছিলেন।


এদিন সঙ্গীত সোমের মন্তব্যের তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘রাজনৈতিক স্বার্থ’ চরিতার্থ করতেই ‘বিভাজনমূলক মন্তব্য’ করে চলেছে বিজেপি। তিনি বলেন, বিজেপি নেতাদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভাল। মুখ্যমন্ত্রী যোগ করেন, ওদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে লজ্জা হয়। ওরা কোনও উন্নয়নের কাজ করছে না। শুধু রাজনৈতিক অ্যাজেন্ডার জন্য বিভাজনমূলক মন্তব্য করে চলেছে। আমরা এভাবে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করায় বিশ্বাস করি না।


মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি যা করছে, তা গণতন্ত্র নয়, স্বৈরাতন্ত্র। সেই দিন দূরে নেই যখন ইতিহাস নতুন করে রচনা করতে গিয়ে বিজেপি দেশের নামটাই না পাল্টে দেয়।