কলকাতা: বিজেপি-এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যে রামনাথ কোবিন্দের নাম আজ ঘোষণা করেছে, তাতে তাঁর সায় নেই, বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক বিবৃতিতে মমতা বলেন, দেশে তো আরও অনেক বড় দলিত নেতা আছেন। স্রেফ উনি বিজেপির দলিত মোর্চার নেতা বলেই ওরা তাঁকে মনোনীত করল। রাষ্ট্রপতি পদ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রণব মুখোপাধ্যায় বা নিদেনপক্ষে সুষমা স্বরাজ, লালকৃষ্ণ আডবাণীর মতো মাপের কাউকে প্রার্থী করা যেত।
মুখ্যমন্ত্রী এও বলেন, কাউকে সমর্থন করতে গেলে তো আগে মানুষটাকে জানা দরকার। প্রার্থী নিশ্চয়ই হবেন এমন কেউ যিনি দেশের কাজে আসবেন। বিরোধীরা ২২ জুন বৈঠকে বসছে। তারপরই আমাদের সিদ্ধান্ত জানাতে পারব।
মমতা এদিন নেদারল্যান্ডস সফরে রওনা দিলেন। তিনি বলেন, একবারও বলছি না বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি পদের যোগ্য নন। দু-তিনজন বিরোধী নেতার সঙ্গে কথা বলে দেখেছি, ওঁরাও হতবাক। দেশে তো বড় মাপের দলিত নেতা অনেক আছেন।
এদিকে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েনের দাবি, এনডিএ যে কোবিন্দকে রাষ্ট্রপতি পদে বাছাই করছে, তা তাঁদের আগে জানানো হয়নি। বিজেপি সাংবাদিক বৈঠকে নাম ঘোষণা করল। তারপরই আমরা জানতে পারি, ট্যুইট করেন তিনি।
বিজেপির দলিত মোর্চার নেতা, তাই প্রার্থী কোবিন্দ, প্রণব, সুষমা বা আডবাণীর মাপের কাউকে দাঁড় করানো যেত, বললেন মমতা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2017 07:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -