বালিয়া: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দানব লঙ্কিনী'র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, মমতা 'দানবকূলের মাথা'।
সুরেন্দ্রর অভিযোগ, ‘যে জঙ্গিরা হাজার হাজার হিন্দুদের খুন করেছে, তাদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক বলেছেন, গণতান্ত্রিক সমাজে মমতার দানবীয় বৈশিষ্ট্য রয়েছে। তাঁর কোনও মানবিক মূল্যবোধ ও মহিলাসুলভ বৈশিষ্ট্য নেই। যারা হাজার হাজার হিন্দুকে মেরেছে তিনি তাদের রক্ষা করছেন। সেজন্য আমরা তাঁকে মানুষ নয়, দানব বলতে পারি। তিনি শ্রীলঙ্কার লঙ্কিনীর মতো’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার প্রসঙ্গ উল্লেখ করে এ কথা বলেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র।
বালিয়ার বিজেপি বিধায়ক বলেছেন, ‘বাংলায় মমতা নেত্রী নন, লঙ্কিনী। পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ লোকসভা আসনে জয়ী হয়েছে। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হবে। বিজেপি ভগবানের দল। এবং এসপি, বিএসপি ও টিমসি দানবদের দল। জঙ্গিদের রক্ষা করা মানে দানবদের রক্ষা করা আমরা তাঁকে দানবদের প্রধান বলতে পারি’।