নয়াদিল্লি: মূলধন ব্যয় ও পরিকাঠামো উন্নয়নের কাজ ত্বরাণ্বিত করতে রাজ্যগুলিকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের তৃতীয় পরিচালন পরিষদের বৈঠক বসে। সেখানেই উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘নতুন ভারত’-এর লক্ষ্য একমাত্র সব রাজ্যের মিলিত প্রচেষ্টার মাধ্যমেইঅ সম্ভব। তিনি যোগ করেন, নীতি আয়োগ একটি দীর্ঘ পরিকল্পনার ওপর কাজ করছে। সেখানে রয়েছে ১৫ বছরের লক্ষ্য, সাত বছরের কৌশল এবং তিন বছরের পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর মতে, দেশের উন্নয়নে নীতি আয়োগ ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে কেন্দ্র, বেসরকারি ক্ষেত্র ও নাগরিক সমাজকে একযোগ কাজ করতে হবে। তিনি বলেন, প্রশাসনিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ নয়, নীতি আয়োগের আসল শক্তি হল ভাবনায়।
এদিন পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়েও সব রাজ্যের সহযোগিতার আহ্বান করেন প্রধাননমন্ত্রী। বলেন, জিএসটি বিল সব রাজ্য সমর্থন করলে, তা ইতিহাসের পাতায় সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রবাদের নিদর্শন হয়ে থাকবে। মোদী যোগ করেন, জিএসটির মাধ্যমে এক দেশ, এক লক্ষ্য, এক ইচ্ছা প্রতিফলিত হয়। তিনি জানিয়ে রাখেন, এই নিয়ে বহু আলোচনা-বিতর্ক চলতেই পারে।
এদিনের বৈঠকে হাজির হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির প্রতিনিধিত্ব করছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, একমাত্র মুখ্যমন্ত্রী বা উপ-মুখ্যমন্ত্রীরাই ব্যথিত কোনও কেউ রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারবেন না এই বৈঠকে।
আজকের বৈঠকে বিজেপি বিরোধী রাজ্যগুলির মধ্যে পঞ্জাব, বিহার, ওড়িশা, কর্নাটক, ত্রিপুরা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা যোগ দেন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি, রাজনাথ সিংহ, সুরেশ প্রভু, প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানি।