নয়াদিল্লি: সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য বিনিময় হয়। পাশাপাশি পাহাড় পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তাও হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধে সাড়ে ছয়টায়  রাজনাথের সঙ্গে মমতার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের শপথগ্রহণ উপলক্ষ্যে দিল্লি গিয়েছেন মমতা।