নয়াদিল্লি: অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখতে এইমসে গেলেন তাঁর জমানার দুই প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমার। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা ও নীতীশ নয়াদিল্লিতে গিয়েছেন। এই ফাঁকে তাঁরা আজ এইমসে গিয়ে বাজপেয়ীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
৯৩ বছর বয়সি বাজপেয়ী এ মাসের ১১ তারিখ এইমসে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে বলে জানিয়েছে এইমস কর্তৃপক্ষ। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, সেটা এখনও জানা যায়নি।
অসুস্থ বাজপেয়ীকে দেখতে গেলেন মমতা, নীতীশ
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 09:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -