নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দিল্লিতে এক যৌথ সাংবাদিক বৈঠকে মমতা ও রাহুল একইসুরে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে। রাহুল বলেন- ‘দুর্নীতি ও কালো টাকার কথা বলে নোট বাতিল সিদ্ধান্ত’ ‘নোট বাতিল সিদ্ধান্ত কালো টাকা উদ্ধারে কোনও কাজ দেয়নি’ ‘গরিব, মধ্যবিত্তদের কাছে টাকা নেই’ ‘৩০ ডিসেম্বর সমস্যার সমাধান হয়ে যাবে, বলেছিলেন মোদী’ ‘নোট বাতিল উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ’ ‘মানুষের দুর্ভোগের দায় কার ?’ ‘নোট বাতিল অর্থনৈতিক স্বাধীনতায় ধাক্কা’ ‘এবার জবাব দিন মোদী’ ‘আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রতিষ্ঠানে আয়কর হানা দেয়’ ‘২৫ কোটি টাকা ১২ কোটি হয়ে গেছে’ ‘তল্লাশির পর তথ্য পেয়েছিল আয়কর অফিসাররা’ ‘সহারার কাছ থেকে টাকা নিয়েছিলেন মোদী’ ‘সহারা ৯ বারে ৪০ কোটি টাকা দিয়েছিল মোদীকে’ ‘সত্যি না মিথ্যে, জবাব দিন মোদি’ মোদির কাছে ফের উত্তর চাইলেন রাহুল মমতা বলেন- ‘নোট বাতিল সিদ্ধান্ত বিরাট দুর্নীতি’ ‘ব্যাঙ্কের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে মানুষের’ ‘মানুষ খেতে পারছে না’ ‘৫০ দিন সময় চেয়েছিলেন মোদি, ৪৭ দিন হয়ে গেছে’ ‘৪৭ দিনে ২০ বছর পিছিয়ে গেছে দেশ’ ‘সব উন্নয়ন বন্ধ হয়ে গেছে’ ‘যা রিজার্ভ ব্যাঙ্কের করার কথা ছিল’ ‘সেই কাজ আপনি করেছেন’ ‘৫০ দিন পর সমস্যার সমাধান না হলে’ ‘‍আপনি কি সব দায় নিয়ে পদত্যাগ করবেন ?’ ‘আচ্ছে দিনের নামে দেশ লুঠ করেছেন’ 'দেশকে ক্যাশলেস করতে গিয়ে মোদী ' ‘মানুষ ২৪০০০ টাকা তুলতে পারছে না’ ‘বদলে সপ্তাহে দেওয়া হচ্ছে ৬০০০ টাকা’ ‘ক্যাশলেসের নামে মোদি সরকার ফেসলেস’ ‘সরকার দুর্বল হলে, দেশ দুর্বল হয়ে যায়’ ‘রাজীব গাঁধীর সময়ে টেলিকমিনিউকেশনের উন্নতি হয়েছিল’ ‘ডিজিটাল ব্যবস্থার কথা বলছেন মোদি’ ‘এই ব্যবস্থা তো আগে থেকেই ছিল’ ‘প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে’ ‘বিদেশ থেকে তো কোনও টাকা ফেরত আনা হয়নি’ ‘প্রতিবাদ করলেই দুর্নীতির অভিযোগে হেনস্থা করা হচ্ছে’ ‘কখনও সনিয়া, কখনও মায়াবতীর নাম আনা হচ্ছে’ ‘সিআরপিএফ নিয়ে আয়কর দফতর হানা দিচ্ছে’ ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করা হচ্ছে’ ‘কুছ মাত বোলো, গব্বর আ জায়েগা’