কলকাতা: সপ্তাহের শুরুতেই সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে আমআদমি। গতকাল রান্নার গ্যাসে ভর্তুকি আগামী বছরের মার্চের পর পুরোপুরি তুলে দিতে প্রতি মাসে চার টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। এরমধ্যেই গতকালই দেশের সর্ববৃহত্ সরকারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৪ শতাংশ থেকে কমিয়ে সাড়ে তিন শতাংশ করেছে। এই দুই ইস্যুতে এদিন কেন্দ্রীয় সরকারকে তীব্র করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চিটফান্ডকে উত্সাহিত করার অভিযোগ এনেছেন। মমতা বলেছেন, ব্যাঙ্কে জমা টাকায় সুদ কমানো হচ্ছে। কেন সুদ কমিয়ে দেওয়া হল?মানুষ কি ফের চিটফাণ্ডে টাকা রাখবে? গ্যাসের ভর্তুকি তুলে দেওয়ার প্রসঙ্গ নিয়েও এদিন রায়গঞ্জে সোচ্চার হন মমতা। তিনি বলেন, রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ করা হচ্ছে।অথচ সাধারণ মানুষের টাকাতেই ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি বন্ধে গরিব মানুষেরই বেশি দুর্ভোগ হবে। উল্লেখ্য, গতকাল ভর্তুক্তিযুক্ত রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার পরই মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করেন। টুইটারে মমতা লেখেন, প্রথমে বিজেপি প্রতিশ্রুতি দেয়। তারপর তা থেকে সরে আসে। ওরা শুধু টাকাটাই বোঝে। সমাজের প্রতি বিজেপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন, কী করে বিজেপি সামাজিক কর্তব্য থেকে সরে আসে? সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা কোথায় গেল?