কলকাতা: তামিলনাড়ুর মুখ্য সচিব পি রাম মোহন রাওয়ের বাসভবনে আয়কর হানার সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই পদক্ষেপ। তিনি বলেছেন, এমন ঘটনায় শীর্ষ আমলাদের গুরুত্বের অবনমন হয়।
মমতা বলেছেন, ‘এ ধরনের প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক এবং পদ্ধতিগতভাবে ভুল ব্যবস্থা গ্রহণ কেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই এই পদক্ষেপ? কেন অমিত শাহ ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে না..’।
মমতা বলেছেন, দুর্নীতির কড়া নিন্দা করা দরকার। কিন্তু তামিলনাড়ুর মুখ্যসচিবের বাসভবনে কেন্দ্রীয় সংস্থাগুলির হানা শীর্ষ আমলাদের গুরুত্বের অবমাননারই সামিল।
তিনি বলেছেন, এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। এজন্য রাজ্য সরকারকে জানিয়ে তাঁকে পদ থেকে সরিয়েই এ ধরনের হানা চালানো দরকার ছিল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রীর গলায় রীতিমতো হুঁশিয়ারি। বলেন, রাজ্য সরকারকে না জানিয়ে কেন রেইড করা হল? এ রাজ্যে চেষ্টা করলে, রাজ্য সরকারের অফিসারদের গায়ে হাত পড়লে আপনারা কেউ রেহাই পাবেন না।
মমতা এই প্রসঙ্গে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মুখ্যসচিবের বিরুদ্ধে হানা ও তাঁকে নিগ্রহ করা হয়েছিল।
উল্লেখ্য, এদিন মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর অফিসাররা তল্লাশি অভিযান করেন। তল্লাশি চলে তামিলনাড়ুর মুখ্যসচিবের ছেলে ও আত্মীয়দের বাড়িতেও। মুখ্যসচিবের সরকারি বাসভবনেও তল্লাশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিন দলের জাতীয় সম্পাদক তথা পশ্চিবঙ্গের ভারপ্রাপ্ত সিদ্ধার্থনাথ সিংহ জানান, দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 'ভীষণই উদ্বিগ্ন'। তিনি বলেন, মমতার উচিত আইনের পথে বাধা না হয়ে আগে সারদা, নারদা ও রোজ ভ্যালি নিয়ে জবাব দেওয়ার।