মুম্বই: মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে না পাকিস্তানি সিনেমা ‘জাগো হুয়া সাভেরা’। সিনেমাটি দেখানোর জন্য নির্বাচিত হওয়ার পরই প্রতিবাদ জানায় মুম্বইয়ের একটি সামাজিক সংগঠন- সংঘর্ষ। সিনেমা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেয় তারা। এই পরিস্থিতিতে সিনেমাটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
প্রসঙ্গত, ছবিটির দেখানোর ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছিল ওই সংগঠন। তাঁদের অভিযোগ, দেশের মানুষের আবেগ নিয়ে খেলছেন উদ্যোক্তারা। উরি হামলার পর দুদেশের মধ্যে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানি ছবিটি দেখানো হলে, তা দেশবাসীর মনে খারাপ প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে অভিযোগ জানান তাঁরা। আম্বোলি থানায় লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছিলেন সংগঠনের প্রেসিডেন্ট পৃথ্বী মাস্কে।
প্রসঙ্গত, এ বছর ২০-২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে ১৮ তম মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল। ৫৪ টি দেশের ১৮০ টি ছবি প্রদর্শিত হবে সেখানে। এই সিনেমাটি দেখানোর জন্য নির্বাচন করে রেস্টরড্ ক্লাসিক সেকশন।
জাগো হুয়া সাভেরা: ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি পাকিস্তানি ড্রামা ফিল্ম। পরিচালক এজে কারদার। ছবির শ্যুটিং হয়েছিল ঢাকায়। ১৯৫৯ সালে ৩২ তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবির জন্য নি্র্বাচিত হয়েছিল জাগো হুয়া সাভোরা। অস্কারের জন্য মনোনীত হয়েছিল ছবিটি। হিন্দি এবং উর্দু দুটি ভাষায় হয়েছিল ছবিটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ছবিটি নির্মিত। সিনেমাটি একটি জেলেদের গ্রাম নিয়ে। তাঁদের রোজকার জীবন, বেঁচে থাকার লড়াই… যাদের স্বপ্ন, একদিন প্রত্যেকেরই নিজের নৌকা হবে। নিজের নৌকায় করে মাছ ধরতে যাবে তারা। মুখ্য ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী তৃপ্তি মিত্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হুমকি, প্রতিবাদ! মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে না পাকিস্তানি সিনেমা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Oct 2016 05:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -