হায়দরাবাদ:  ৪০ বছরের এক প্রৌঢ় ভদ্রলোক, দুর্ঘটনাবশত রাস্তায় গাড়ি চালানোর সময় অন্যের গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে ফেলেন। এই সামান্য কারণে, শাস্তিস্বরূপ সেই ব্যক্তিকে সেকেন্দ্রাবাদের রাস্তায় প্রখর রোদে সিট-আপ করায় চার অভিযুক্ত ব্যক্তি। এর জেরে হিট-স্ট্রোকে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। মুম্বই মিরর-এর প্রকাশিত খবর অনুযায়ী, মৃত ব্যক্তির দেহ তাঁর গাড়ি থেকেই উদ্ধার করে পুলিশ।


পুলিশের দাবি প্রথমে তারা ভেবেছিল, প্রচণ্ড রোদে গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায়ই মৃত্যু হয়েছে সেই প্রৌঢ়র। কিন্তু পুলিশের তারপরই সন্দেহ হয়, কেন এই প্রখর গরমে গাড়ির মধ্যে বসে থাকতে গেলেন এই ব্যক্তি। তখনই পুলিশ সিদ্ধান্ত নিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে অন্য তথ্য।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই প্রৌঢ় ভদ্রলোক গাড়ি চালাতে গিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে সামান্য ধাক্কা দিয়ে ফেলেন। এরপরই ওই গাড়ির চার সওয়ারি দুর্বল প্রৌঢ় ভদ্রলোককে রাস্তায় নামিয়ে প্রচণ্ড গরমে সিট-আপ করায়। শুধু তাই নয়, ওই চার অভিযুক্ত প্রৌঢ়র কাছ থেকে টাকার ওয়ালেটটিও কেড়ে নেয়। তারপর রাস্তায় তাঁকে ফেলে রেখে পালায়। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। এখনও এক অভিযুক্ত পলাতক।