শাহজাহানপুর: সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ব্যবসায়িক রেষারেষি। স্রেফ এই কারণে প্রতিপক্ষের ৮ বছরের শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ করে গলা টিপে মারল অন্যজন। উত্তর প্রদেশের শাহজাহানপুরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পুলিশকে বলেছে, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে ব্যবসায়িক কারণে শত্রুতা চলছে। তাই শিশুটিকে খুন করে তার বাবাকে শিক্ষা দেওয়ার ফন্দি আঁটে সে।
অভিযুক্তের নাম ছোটেলাল। রবিবার মেয়েটির বাড়ির বাইরে থেকে সে তাকে অপহরণ করে। আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর গলা টিপে মারে তাকে। তারপর লখিমপুর ক্ষেত্রী জেলার এক গ্রামে দেহটি ফেলে দেয়। সেদিনই সন্ধেয় স্থানীয়রা তা দেখতে পান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। তখন সে বাসে চড়ে পালানোর চেষ্টা করছিস।
জেরায় ছোটেলাল বলেছে, জমি সংক্রান্ত একটি চুক্তি নিয়ে মেয়েটির বাবার সঙ্গে তার বছরখানেক ধরে ঝামেলা চলছিল। কদিন আগে তাঁকে হুমকিও দেয় সে। মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকে তার বাড়ির লোকের সন্দেহ গিয়ে পড়ে অভিযুক্তের ওপর। পুলিশে অভিযোগ করার সময় তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন তাঁরা।
বাবাকে শিক্ষা দিতে তাঁর ৮ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের পর খুন করল এই ব্যক্তি
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jun 2018 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -