নয়াদিল্লি: ধর্ষণ, শ্লীলতাহানি আছেই, রাজধানী দিল্লিতে মেয়েদের প্রতি কুরুচিকর, যৌন ইঙ্গিতপূর্ণ আচরণেও রাশ টানা যাচ্ছে না। ডিটিসি বাসে পাশের আসনে বসা পুরুষ সহযাত্রী তাঁকে দেখিয়ে হস্তমৈথুন করেছেন, এই অভিযোগে বসন্ত বিহার থানায় এফআইআর দায়ের করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ফাইনাল ইয়ারের ইংরেজি সাহিত্যের ওই ২০ বছর বয়সি ছাত্রীর ক্ষোভ, তিনি প্রতিবাদ করলেও একজন সহযাত্রীকেও পাশে পাননি।

পুলিশ জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ডিটিসির এক বাসে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। এক প্রৌঢ় তাঁর পাশের আসনে বসেছিলেন। তিনি বারবার তাঁর গায়ে ঢলে পড়ছেন দেখে সরে বসেন। কিন্তু তারপরও তাঁর দিকে ঝুঁকে পড়েন ওই ব্যক্তি। ছাত্রীকে নিজের পুরুষাঙ্গ দেখিয়ে হস্তমৈথুন করতে থাকেন, অন্যরা যাতে দেখতে না পায়, সেজন্য ব্যাগ দিয়ে কুকর্ম ঢেকে রাখেন।
ওই ছাত্রী জানিয়েছেন, তিনি গোড়ায় লোকটির আচরণ পাত্তা দেননি। কিন্তু আচমকা প্যান্টের চেন খুলে অসভ্যতা করায় চুপ করে থাকতে না পেরে তিনি চেঁচিয়ে ওঠেন। তিনি বলেছেন, আমি সহযাত্রীদের ব্যাপারটা বলি। কিন্তু কেউই যেন আমার কথা বুঝতে পারছিল না। সেই সুযোগে লোকটি আমায় শান্ত হতে বলতে থাকে। তারপর বাস থেকে নেমে যায়। পরে থানায় গিয়ে অভিযোগ জানান ছাত্রী। বলেন, ঘটনাটি ভিডিওতে তুলে রাখি। লোকটিকে জনসমক্ষে লজ্জায় ফেলতে সেটি ৮ ফেব্রুয়ারি সোস্যাল মিডিয়ায় পোস্ট করি।
অভিযুক্ত প্রৌঢ় এখনও ধরা পড়েনি।